ওয়েব ডেস্ক: এবার Rare Earth Elements রিজার্ভ নিশ্চিত করল ভারত সরকার (Government of India)। সম্প্রতি লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকারের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং লোকসভায় (Dr. Jitendra Singh) জানিয়েছেন, ভারত এই মুহূর্তে ৮.৫২ মিলিয়ন টনের এই রেয়ার আর্থ এলিমেন্টস রিজার্ভ নিশ্চিত করেছে।
ভারতের মাটির নীচে লুকিয়ে আছে ৮.৫২ মিলিয়ন টন রেয়ার আর্থ এলিমেন্টস অক্সাইড বা REO। ৭.২৩ মিলিয়ন টন REO রয়েছে মোনাজাইট বালিতে, যা মূলত দেশের উপকূলবর্তী অঞ্চলে পাওয়া যায়। ১.২৯ মিলিয়ন টন REO রয়েছে গুজরাট ও রাজস্থানের কঠিন শিলার স্তরে। কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলেও রয়েছে এই রেয়ার আর্থ মিনারেলস।
আরও পড়ুন: পথকুকুরের হামলার জেরে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা
মূলত এই রেয়ার আর্থ এলিমেন্ট অক্সাইড প্রতিরক্ষা প্রযুক্তি, স্বাস্থ্য ও পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে গেম চেঞ্জার হিসাবে ব্যবহার হয়। আগামী দিনে ভারত এই রেয়ার আর আর্থ সাপ্লায়ার নেশন হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে। এই রেয়ার আর্থ এলিমেন্টস-এর উপর নির্ভর করে। ভারতের বৈজ্ঞানিক বা প্রযুক্তিবিদরা আগামী দিনে দেশের নিজস্ব ম্যাগনেটস, উন্নত শক্তিশালী রাডার ব্যবস্থা, লেজার, ইলেকট্রিক, কম্পনেন্টস, নেভাল সিস্টেম, স্টেলথ প্রযুক্তির মতো উন্নত প্রযুক্তির বিকাশ ঘটাতে সক্ষমতা লাভ করবে।
দেখুন অন্য খবর:
















